স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার গোপিনাথপুর গ্রামের আব্দুলের ছেলে সাইদুল বাঁচতে চাই। তিনি গত ৫ বছর পূর্বে সড়ক দুর্ঘটনায় দু’পা ভেঙ্গে পঙ্গু হয়ে যায়। অসুস্থ সাইদুল রহামার দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে বাড়িতে বসে থাকতে পারেনি। একটি অটোরিকশা নিয়ে রাস্তায় নামেন। যা আয় হতো তা দিয়ে ঔষধ কিনে খেতে হতো এবং সংসার চালিয়ে আসছিলেন।
কিন্তু আবার কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয় তাকে। দু’পায়ে পচন ধরেছে। নুন আনতে পাšত্মা ফুরায় সাইদুলের জীবনে। যে ব্যক্তি সংসার চালাতে পারে না, তাঁর দু’পা কেটে ফেলতে লাগবে প্রায় ৩ লাখ টাকা। এতো টাকা খরচ করার মত তার সামর্থ্য নেই। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নং ওয়ার্ডের ৫ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। তিনি স্বহৃয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। ৪৫ বছর বয়সী সাইদুলের সংসারে এক ছেলে এক মেয়ে, স্ত্রী ও বৃদ্ধ বাবা- মা রয়েছে।
দরিদ্র পরিবারটির কী ভাবে সংসার চলবে আর কী ভাবেই হবে দু’পায়ের চিকিৎসা? এ নিয়ে চলছে সাইদুলের পরিবারের আহাজারি। সাইদুল ও তার পরিবারের সদস্যরা সাইদুলকে বাঁচাতে আর্থিক সহযোগিতা নিয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সাইদুলের বিকাশ ০১৭২৫৩১৭৬৬১ নম্বরে আর্থিক সহায়তা করার জন্য অনুরোধ করেছেন। আপনাদের সহযোগিতায় বাঁচাতে চান দরিদ্র অটোচালক সাইদুল।
