ভোলাহাটে চাল ডাল নিতে আগ্রহ কম টিসিবি গ্রাহকদের 

ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে চাল ডাল নিতে আগ্রহ কম দেখাচ্ছেন টিসিবি গ্রাহকেরা।ভোলাহাট উপজেলার চারটি ইউনিয়নে ৬ হাজার ৭’শ ৫০ জন এর মধ্যে ভোলাহাট ১হাজার ৮’শ ৩৯,গোহালবাড়ী-১হাজার ৮’শ ১৫, দলদলী- ১হাজার ৮’ল ৯৮, জামবাড়ীয়া- ১হাজার ১’শ ৯৪জন  উপকার ভোগিরা টিসিবি পণ্য সেবা গ্রহণ করেন। টিসিবি পণ্যের মধ্যে চাল, ডাল, তেল ও চিনি দেয়ার কথা থাকলেও উপকার ভোগিরা তা পাচ্ছেন না।  গত বেশ ক’মাস থেকে চিনি বাদে দেয়া হতো চাল ডাল তেল। তখনো লম্বা লাইনে দাঁড়িয়ে পণ্য নিতে দেখা গেছে। কিন্তু গত নভেম্বর মাস থেকে চাল ডাল ছাড়া বাকি পণ্য বিতরণ বন্ধ হয়ে যাওয়ায় পণ্য নিতে আগ্রহ হারিয়েছে উপকার ভোগিরা। ২৪ ডিসেম্বর মঙ্গলবার মেডিকেল মোড়ে গোহালবাড়ী ইউনিয়নের ১হাজার ৮’শ ১৫ জন উপকার ভোগিদের মাঝে টিসিবি পণ্য চাল ও ডাল বিতরণ করে মেসার্স রজত এন্টারপ্রাইজ। সরজমিনে গিয়ে দেখা যায় উপকার ভোগিদের উপস্থিত ছিল খুব কম। কম সংখ্যক উপকার ভোগি সদস্য কেন জানতে চাইলে উপস্থিত উপকার ভোগিরা জানান, তেল চিনি বাদে শুধু চাল আর ডাল দেয়ায় অনেকেই টিসিবি পণ্য নিচ্ছেন না।  এ ব্যাপারে মেসার্স রজবএন্টার প্রাইজের  প্রোপাইটার মোঃ আনোয়ার হোসেন রজবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তেল চিনি না থাকায় অনেকেই পণ্য নিতে আসছেন না। পণ্য বেশি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ট্যাগ অফিসারের নির্দেশ মত গরিব অসহায় মানুষের মাঝে পণ্যগুলো টিসিবির নির্ধারিত মূল্যে দেয়া হয়। তবে তিনি বলেন, আগামী মাসে তেল  ও চিনি পাওয়ার সম্ভাবনা আছে। তবে তিনি বলেন, সরকার যে নির্দেশ দিবে সে ভাবে আমাদের পণ্য বিতরণ করতে হবে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *