ভোলাহাটে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ

জাতীয় ভোলাহাট উপজেলা সারা দেশ

স্টাফ রিপোর্ট: অবশেষে বহুল প্রত্যাশিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হবে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৮ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ভোলাহাট কলেজে উদ্বোধন করা হবে। যারা ২০০৮ হতে ২০১৭ সালের পূর্ববর্তী পর্যন্ত ভোটার হয়েছেন শুধুমাত্র তাদের জন্য আগামী ১৮ নভেম্বর  হতে ২৪ নভেম্বর পর্যন্ত ভোলাহাট ইউনিয়নের ভোটারগণের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। বিতরণ কেন্দ্রের নাম ও তারিখ১,২,৩,৪,৫ ও ৬নং ওয়ার্ড-ভোলাহাট কলেজে ১৮ নভেম্বর হতে ২২ নভেম্বর  পর্যন্ত।৭,৮ ও ৯নং ওয়ার্ড-তাঁতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৩ নভেম্বর হতে ২৪ নভেম্বর পর্যন্ত।উল্লেখিত সময়সূচী অনুযায়ী স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কেন্দ্রে উপস্থিত হয়ে সকাল  ৯ টা থেকে বিকাল  ৪টার মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। উল্লেখ্য স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহনের সময় আপনার নিকট সংরক্ষিত পেপার লেমিনেটেড আইডি কার্ড অথবা যারা জাতীয় পরিচয়পত্র পাননি তাদেরকে ভোটার নিবন্ধন স্লিপ সঙ্গে আনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *