ফ্যাসিস্ট অপশক্তি শেখ হাসিনার নেতৃত্বে বিগত সাড়ে ১৬ বছরে জামায়াতের ১১ জন শীর্ষ নেতাকে জেলহাজতে রেখে নির্যাতন করে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরের প্রায় ৫০০ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুর হাটে জামায়াতে ইসলামীর এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।
নুরুল ইসলাম বুলবুল বলেন, ২০ হাজার মামলা দিয়ে আমাদের নেতাকর্মীকে ঘরবাড়ি ছাড়া করা হয়েছে। মাসের পর মাস আমাদের নেতাকমীরা মাঠে-ময়দানে ঘুমিয়ে রাত কাটিয়েছেন। বক্তব্যে পিলখানা হত্যাকাণ্ডের মূল নায়ককে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান তিনি।
তিনি বলেন, বিচার আওয়ামী লীগের নয়, বিচার হতে হবে আওয়ামী দোসরদেরও। ছাত্রদের আন্দোলনকে দমিয়ে দেয়ার জন্য পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, নেমে এসেছিলেন সর্ব স্তরের জনতা। সর্বশেষে ৫ আগষ্ট আসে সেই সফলতা। আমরা দাবি জানিয়েছি যাদের মাধ্যমে আমরা এই স্বাধীনতা পেয়েছি, যাদের কারণে আমরা নিস্বাশ ফেলার সুযোগ পেয়েছি তাদের কে বীরের মর্যাদা দেয়া হোক রাষ্ট্রের পক্ষ থেকে। শহিদ পরিবার এবং আহত পরিবারদের পুনর্বাসন এবং চাকরির জন্য ব্যবস্থা করতে হবে।
তিনি আরোও বলেন, আমরা চাঁপাইনবাবগঞ্জকে ভিলেজ পলিটিক্সমুক্ত বসবাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ হিসেবে পরিণত করতে চাই রানিহাটিকে বসবাসযোগ্য করতে চাই। আমরা সকলকে নিয়ে একটি ফুলের বাগান তৈরি করতে চাই। কিন্তু সেই বাগানে কোন হুতুম পেঁচা স্থান হবে না।