স্টাফ রিপোর্টার: ভোলাহাটে ২৩ জুন রবিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মেডিকেল মোড়স্থ নিজস্ব কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষকী পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। এর পর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ মোঃ আশরাফুল হক চুনুর সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ , সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম রেজা, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রেজাউল করিম বাবলু, মহিলা আওয়ামীলীগ নেত্রী মোসাঃ হোসেনে আরা পাখি, দলদলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বাচ্চু, গোহালবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মতিন, ভোলাহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোনায়েম হোসেন নিখিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি টুইংকেলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।