ভোলাহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে  উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর ইউনিয়ন পরিষদ সচিবদের নিয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভোলাহাট  উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯ মে সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিস কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের  সভাপতিত্বে সমন্বয় সভায়  অনুষ্ঠান হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন, গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর  সন্ধ্যা রানী ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার গ্রাম আদালত কার্যক্রম আরও দৃঢ় করতে হিসাব সহকারীদের নির্দেশনা প্রদান করেন এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গ্রাম আদালতকে গড়ে তোলার আহবান জানান।
এ সময় উপজেলার ৪টি ইউনিয়নের পরিষদের  হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর যথাক্রমে  মোঃ সোহেল রানা
মোঃ হাসান আলী, মোঃ রাকিবুল ইসলামসহ অন্যরা  উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *