গোমস্তাপুরে কুরআনের আলো সংগঠনের কমিটি গঠন

গোমস্তাপুর উপজেলা

নুর মোহাম্মদ,গোমস্তাপুর : গোমস্তাপুর উপজেলার রহনপুর কুরআনের আলো সংগঠনের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন রবিউল আওয়াল ও সম্পাদক নেশ মোহাম্মদ মন্টু । কমিটি উপলক্ষে শুক্রবার বিকেলে রহনপুর বড়বাজার লালান মার্কেটে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর অবসরপ্রাপ্ত উপ-পরিচালক আব্দুস সাত্তার বিশ্বাস।

সভা শেষে সদস্যের সম্মতিতে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি শহীদুল ইসলাম সহসম্পাদক মুক্তাদির ও সৈবুর রহমান, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম টুটুল,সহ অর্থসম্পাদক শামিম রেজা,প্রচার সম্পাদক মোজাম্মেল হকসহ ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আগামী তিনবছর এই কমিটি দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *