গোমস্তাপুরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

গোমস্তাপুর উপজেলা

স্টাফ রিপোর্টার: পুলিশই জনতা জনতায় পুলিশ স্লোগানে গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নে ওপেন হাউস ডে পালন করা হয়। বুধবার বিকেল পাঁচ টায় আলিনগর স্কুল ও কলেজে মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর অফিসার ইনচার্জ চৌধুরী যুবায়ের আহমদ। প্রধান অতিথি ছিলেন চাঁপাই নবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার প্রসাশন ও সদ্য পুলিশ সুপার পদে পদায়ন আবুল কালাম সাহীদ।

বিশেষ অতিথি বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম, আলিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, আলিনগর ইউ স্কুল ও কলেজ অধ্যক্ষ রবিউল আউয়াল, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, বজলুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ । বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ও আলিনগর জামে মসজিদ ইমাম আঃ রহিম , ছাত্র অমর্ত্য সেন, আওয়ামিলীগ ওয়ার্ড সভাপতি ফারিকুল ইসলাম তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন প্রধান অতিথি। সভায় অসামাজিক কার্যকলাপ, ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *