গোমস্তাপুরে ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার শুরু 

গোমস্তাপুর উপজেলা সারা দেশ

স্টাফ রিপোর্টার,গোমস্তাপুর:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আওতাধীন বিভিন্ন ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।শুক্রবার শনিবার  দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়। ভোটকেন্দ্রসমূহে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের মাধ্যমে বডি ওর্ন ক্যামেরার কার্যকর ব্যবহার নিশ্চিত করা হয়, যা নির্বাচনকালীন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

কার্যক্রম শেষে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ বডি ওর্ন ক্যামেরা ব্যবহারকারী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নির্বাচনী দায়িত্ব পালনে আইনানুগ আচরণ, পেশাদারিত্ব বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ পক্ষ থেকে জানানো হয়, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করা সম্ভব। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *