ভোলাহাটে এমপি মনোনয়ন প্রত্যাশী আশরাফের পক্ষে ছেলের গণসংযোগ 

Uncategorized

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে  ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ও গোমস্তাপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিমের পক্ষে তাঁর ছেলে ও বিএনপি’র নেতা-কর্মীরা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ভোলাহাটের বিভিন্ন এলাকায়  বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় ব্যক্তিত্ব মোঃ আশরাফ হোসেন আলিমের ছেলে মোঃ আবু রায়হান লিফলেট বিতরণ করেন এবং  আগামী নির্বাচনে ধানের শীষের জন্য ভোট প্রার্থনাসহ বাবার মনোনয়নের দোয়া প্রার্থনা করেন। এসময় তিনি উপজেলার ফুটানীবাজার, সুরানপুর, ইমামনগর বাজার, মুশরিভুজা, কলেজ মোড়, উপজেলা গেট, বাসস্ট্যান্ডেসহ বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণ করার সময় গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি’র নেতাকর্মী সাথে ছিলেন। এ সময় মোঃ  আবু রায়হান বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক ৩১ দফা বাস্তবায়ন করার জন্য জনগণকে সচেতন করছি সাথে সাথে সবাইকে একই কাতারে নিয়ে আসার জন্য গণসংযোগ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *