স্টাফ রিপোর্টার:জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ভোলাহাটে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ শুচি।
শনিবার (২০ সেপ্টেম্বর ) বিকেল থেকে রাত পর্যন্ত ভোলাহাট উপজেলার বিভিন্ন জায়গায় ৩১ দফার লিফলেট বিতরণ করেন। তিনি দলদলী, ঘাইবাড়ী, পীরগাছী, বারইপাড়া, মুশরীভূজা, আদাতলা, ময়ামারী, ময়ামারীমোড়, পোল্লাডাংগা, ছাইতনতলায় লিফলেট বিতরণ শেষে উপজেলা বিএনপির সভাপতি মোঃ কাউসারুল ইসলাম রঞ্জু সভাপতিত্বে মেডিকেল মোড়ে পথসভায় মিলিত হন। এ সময় বক্তব্য রাখেন, নাচোল বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম,নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তারেক,নাচোল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমতিয়াজ, নাচোল বিএনপির সিনিয়র সহ-সভাপতি বেনজির আহমেদ, নাচোল বিএনপির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম , ভোলাহাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সেলিম রেজাসহ অন্যরা। এরপর বৃহত্তর বজরাটেক, ঝাউবনা, চরধরমপুরসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন।
পথসভায় শুচি বলেন,জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রস্তাব করেন। আজ যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তার বেশির ভাগই ৩১ দফাতে আছে। তারেক রহমানের ঘোষিত কর্মসূচির মাধ্যমে দেশকে মেরামত করতে চাই। তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন তা বাংলার আপামর জনগণের মুক্তির সনদ। বাংলাদেশের প্রেক্ষাপটে ভোলাহাটে যে লিফলেট বিতরণ করা হচ্ছে তাতে আগামী বিএনপির গণজোয়ার সৃষ্টি হবে। এই গণজোয়ারের মধ্য দিয়ে সাধারণ মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে।
