রহনপুরে রাসুল (সাঃ)কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

গোমস্তাপুর উপজেলা জাতীয় সারা দেশ

নুর মোহাম্মদ,গোমস্তাপুর: ভারতের মহারাষ্টে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামকে অবমাননার প্রতিবাদে গোমস্তাপুরের  রহনপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ জুম্মার নামাজের পর  রহনপুর পৌর এলাকার  কলেজ মোড়ে  একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে  পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলের পূর্বে বক্তব্য রাখেন, রহনপুর নুনগোলা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ রুহুল আমিন,রহনপুর মাদ্রাসা পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সৈবুর রহমান, গোমস্তাপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ মুস্তাকিম ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন  রহনপুর প্রসাদপুর  কামিল মাদ্রাসা অধ্যক্ষ  মোঃ আঃ হাই সিদ্দিক কামাল, রহনপুর পুরাতন বাজার জামে মসজিদের  ইমাম মুফতি মোঃ মনিরুজ্জামানসহ আরও ওলামায়ে একরামগণ ।

বক্তারা অবিলম্বে নবী সাহেবের অবমাননাকারীকে গ্রেফতার  করে তার ফাঁসি কার্যকর করার আহ্বান জানান। না হলে ভারতকে সমুচিত জবাব দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *