নুর মোহাম্মদ,গোমস্তাপুর: রহনপুর উন্নয়ন ফোরামের আয়োজনে রহনপুর স্টেশন বাজারে বিনা নোটিশে দোকানপাট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেল ৫টার সময় মতবিনিময় সভায় সভাপতিত্ব করনে রহনপুর স্টেশন বাজার বাব্যসায়ি সমিতি লিঃ এর সাবেক সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ। বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মোঃ রেজাউল হক , সাবেক সহ সভাপতি সানোয়ার হোসেন, রহনপুর আম আড়ৎদার সমিতির সভাপতি আঃ আজিজ, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, রহনপুর স্টেশন বাজার বাব্যসায়ি সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান বাবুু, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সদস্য দুরুল হদা প্রমুখ। সভায় বক্তব্যে বলেন সঠিক নিয়ম মেনে আমরা ব্যবসা করতে চাই । অবৈধভাবে দোকানপাট উচ্ছেদ বন্ধ করতে হবে এবং রহনপুর স্টেশন বাজার বাব্যসায়ি সমিতি লিঃ এর বর্তমান সভাপতি নাজমুল হুদা খান রুবেলের পদত্যাগ দাবি করা।